Palm pay এর মাধ্যমে টেকনো ফোন কিনুন সহজ কিস্তিতে।
কিন্তু কিস্তির কথা শুনলেই একটি জটিল প্রক্রিয়ার চিন্তা মাথায় আসে।
আর এই জটিল প্রক্রিয়াকে কিভাবে একদম পানির মত সহজ করে দেওয়া যায় সে বিষয়ে কথা বলার জন্যই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি।
কিস্তির আবেদনের জন্য প্রথম শর্ত হচ্ছে;
১. আবেদনকারীর বয়স অবশ্যই ১৯ থেকে ৫৪ বছর এর মধ্যে হতে হবে।
আর এই কিস্তির আবেদনের জন্য যে সকল ডকুমেন্ট আপনাকে সাথে নিয়ে আমাদের শোরুমে আসতে হবে তা হচ্ছে।
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি
২. বিগত ৩০ দিনের MFS অথবা ব্যাংক স্টেটমেন্ট (MFS মানে হচ্ছে আপনার ব্যবহৃত বিকাশ, নগদ, রকেট, উপায়, সেলফিন এর মত যেকোন একটি মোবাইল ব্যাংকিং একাউন্ট এর স্টেটমেন্ট দিতে হবে) লেনদেন যাই থাকুক সমস্যা নেই।
৩. জামিনদার হিসেবে আবেদনকারীর পরিবারের একজনের জাতীয় পরিচয়পত্রের মূল কপি (বাবা – মা, ভাই – বোন অথবা স্বামী – স্ত্রী)
প্রায় ৭টির অধিক শ্রেণীর পেশাজীবী মানুষ চাইলে কিস্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর পেশা সাপেক্ষে যে সকল তথ্যদি প্রয়োজন হতে পারে তা হচ্ছে;
•আবেদনকারী যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে তার জব আইডি, তার সহকর্মীর ফোন নম্বর।
•আবেদনকারী যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তবে তার শিক্ষা প্রতিষ্ঠান আইডি কার্ড, প্রমাণকারী ব্যক্তি হিসেবে তার ক্লাসমেটকে সাথে আসতে হবে। শিক্ষার্থীর জামিনদার হিসেবে তার পিতামাতা হবেন এবং সে ক্ষেত্রে পিতা-মাতার ৩০ দিনের MFS বা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে।
•আবেদনকারী যদি একজন গৃহিণী হয়ে থাকেন, তবে আবেদনকারী জামিনদার হিসেবে তার বাবা মা শ্বশুর শাশুড়ি বিবেচিত হবেন। তাদের একটি প্রতিশ্রুতিমূলক ভিডিও এবং তাদের ফোন নাম্বার সরবরাহ করতে হবে।
•আবেদনকারী যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে তার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স এবং প্রমাণকারী হিসেবে তার পরিচিত আরেকজন ব্যবসায়ীকে উপস্থাপন করতে হবে।
যদি ক্ষুদ্র ব্যবসায়ী এবং লাইসেন্স না থাকে সেই ক্ষেত্রে তার কর্ম পরিবেশে একটা ছবি দিতে হবে প্রমাণকারী হিসেবে আরেকজন ক্ষুদ্র ব্যবসায়িক উপস্থাপন করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করতে হবে।
•আবেদনকারী যদি একজন রিক্সা চালক/দিনমজুর হয়ে থাকেন, তাহলে তার কর্ম পরিবেশের একটি সেলফি জমা দিতে হবে এবং এবং প্রমাণকারী ব্যক্তি হিসেবে একই পেশাজীবী আরেকজন ব্যক্তিকে উপস্থাপন করতে হবে এবং তার প্রতিশ্রুতিমূলক একটি ভিডিও জমা দিতে হবে।
•আবেদনকারী যদি একজন ড্রাইভার হয়ে থাকেন, তাহলে তার ড্রাইভিং লাইসেন্স জমা দিতে হবে।
•আবেদনকারী যদি একজন ডেলিভারি ম্যান হয়ে থাকেন, তাহলে ডেলিভারি কর্মীর কাজের প্রমাণপত্র হিসেবে অ্যাপের বিগত ৩০ দিনের অর্ডার রেকর্ড জমা দিতে হবে।
এই কিস্তি সুবিধা উপভোগ করতে হলে ক্রেতাকে কিছু সার্ভিস ফি এবং প্রসেসিং ফি দিতে হবে তা নিম্নরূপ:
• লোন অ্যামাউন্ট এর ওপরে এককালীন ১% প্রসেসিং ফি ও মেম্বারশিপ ফি ২৫ টাকা।
• প্রতি মাসের জন্য ২% করে সার্ভিস চার্জ দিতে হবে যার লোন অ্যামাউন্ট এর উপরে প্রযোজ্য হবে।
• লোন অ্যামাউন্ট এর ওপর ৫% নিরাপত্তা জামানত প্রদান করতে হবে যা শেষ কিস্তির সাথে সমন্বয় করা হবে অর্থাৎ এই টাকাটি ফেরত পাবেন।
২০% অথবা ৩০% ডাউন পেমেন্ট দিতে হবে, বাকি টাকা ৪ মাস কিংবা ৬ মাসের কিস্তিতে নিতে পারবেন।